অপুষ্টিতে থাকা নারীরা জন্ম দিচ্ছেন বিকলাঙ্গ শিশু! 3 November 20218 November 2021 গর্ভকালীন নারীদের প্রয়োজন বিশেষ যত্ন ও পুষ্টিকর খাবার। কিন্তু আর্থিক সংকটের কারণে দুর্যোগ প্রবণ ভোলার চরফ্যাশনে ক্ষুধা মেটানোই হয়ে ওঠে বড় চিন্তা। পুষ্টিকর খাবারের অভাবে মেয়েদের প্রজনন স্বাস্থ্য পড়ে ঝুঁকিতে, শঙ্কা তৈরি হয় অপরিণত শিশু জন্মের।