অল্প বয়সে বিয়ে- জরায়ুর ক্ষতি হচ্ছে মেয়েদের! 9 November 202116 November 2021 বরগুনায় বাল্য বিয়ের পাশাপাশি বাড়ছে অল্প বয়সে গর্ভধারণ। যা স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে নারীদের। চিকিৎসকরা বলছেন, অল্পবয়সে সন্তান প্রসবের কারণে জরায়ু নেমে যাওয়ার শঙ্কা বাড়ছে। পাশাপাশি সন্তানেরাও ভুগেন অপুষ্টিতে।