Wednesday, 11 September 2024

এই মেয়েটাই ঝড় বইয়ে দিল জাতিসংঘের জলবায়ু সম্মেলনে

সুইডিশ এই মেয়েটার বয়স মাত্র ১৬ বছর। কিন্তু এই মেয়েটাই ঝড় বইয়ে দিল জাতিসংঘের জলবায়ু সম্মেলনে। চোখে-মুখে আত্মপ্রত্যয়ের ছাপ স্পষ্ট। সঙ্গে রয়েছে তীব্র রাগ। রাষ্ট্রনায়কদের বিরুদ্ধে তোপ দেগে সটান বলে উঠল, “হাউ ডেয়ার ইউ”।

গ্রেটা চোখা চোখা সওয়ালের পর ফের একবার রাষ্ট্রনায়কদের একহাত নেয়। সুইডিশ এই কিশোরী স্পষ্টভাবে তাঁদের উদ্দেশ্যে বলে, “আপনারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। কিন্তু এ বার যুব সমাজ সবটা বুঝতে পারছে। আগামী প্রজন্মের নজর আপনাদের উপরেই রয়েছে। আপনারা আমাদের হতাশ করলে কথা দিচ্ছি আমরা আপনাদের কাউকে রেয়াত করব না।”

শুরুতে একা ছিল গ্রেটা। আজ বিশ্বের দরবারে সে পরিচিত তার কাজের জন্য। তার অনুপ্রেরণাতেই গত ২০ সেপ্টেম্বর শুক্রবার, পৃথিবীর ৪০০টি শহরে পালিত হয়েছে ‘জলবায়ু ধর্মঘট’ বা ‘ক্লাইমেট স্ট্রাইক’।

এতে অংশ নিয়ে বিশ্বের লাখ লাখ তরুণ যুবা জানিয়ে দিয়েছে তারা গ্রেটার সাথেই কেবলমাত্র নাই, প্রয়োজনে বিশ্বের রাষ্ট্রনায়কদের সুমোচিত জবাব দিতে তারা এখন প্রস্তুত রয়েছে। গ্রেটা আমাদের আশাবাদী করে তুলেছে। সামনে আশার আলো দেখতে পাচ্ছি। জয়তু গ্রেটা।

CCD Bangladesh © 2024 All Rights Reserved.