Saturday, 8 February 2025

কন্যা শিশুদের পেটেই মৃত্যু হচ্ছে বাচ্চার

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান ক্ষতিগ্রস্থ এলাকা হচ্ছে খুলনার দাকোপ এলাকা। নানা প্রাকৃতিক দূযোর্গের কারণে এখানকার মানুষের অভাব অনটন লেগেই আছে।

ফলে এখানকার কন্যা শিশুদের অল্প বয়সেই বিয়ে দেয়া হয়। এসব কন্যা শিশু বিয়ের পরেই গর্ভবতী হওয়ায় বাচ্চার মৃত্যু ঘটছে পেটেই। এমন হৃদয়বিদাড়ক ঘটনা এখানে উদ্বেগজনভাবে বেড়ে চলেছে।

CCD Bangladesh © 2025 All Rights Reserved.