জলবায়ু পরিবর্তনের ফলে সম্পুর্ণ রূপে পাল্টে গেছে ভোলার চরফ্যাশন এলাকার কন্যা শিশুদের জীবন। একেকটি প্রাকৃতিক দূর্যোগ আসার পরে দলে দলে কন্যা শিশুদের বিয়ে দিয়ে দেয়া হয়।
অভাব ও অপুষ্টিতে ভোগা এসব কিশোরীদের তাই গর্ভপাত হয়ে যাচ্ছে উদ্বেগজনভাবে। আর ভূগছে নানা প্রজজন স্বাস্থ্য সমস্যায়।