Tuesday, 26 September 2023

কিশোরী মায়েদের একাধিক সন্তান!

সাইক্লোন, ঘূর্ণিঝড় বা জলচ্ছাসের মত প্রাকৃতিক দুর্যোগের কারণে কিশোরী বয়সেই বিয়ে হয়ে যাচ্ছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা গাবুরা ইউনিয়নে মেয়েদের।

ফলে কিশোরী বয়সেই গর্ভধারণের ফলে পড়ছে নানা রকম শারীরিক সমস্যায়।

এমনকি যে বয়সে স্কুলে যাবার কথা সে বয়সে বারবার সন্তান প্রসবের ফলে শারীরিক দুর্বলতা এমনকি মৃত্যুর কোলেও ঢলে পড়ছে কিশোরী মায়েরা।

CCD Bangladesh © 2023 All Rights Reserved.