Tuesday, 8 October 2024

গাছ গাছড়া খেয়ে জন্ম নিয়ন্ত্রন করেন নারীরা

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রধানতম ক্ষতিগ্রস্থ এলাকা হচ্ছে খুলনার কয়রা। ঘূর্নিঝড়, জলোচ্ছাস ও বন্যার মত প্রাকৃতিক দূযোর্গের কবলে পড়লে এখানকার নারী পুরুষ ঠাঁয় নেয় আশ্রয়কেন্দ্র গুলোতে।

তখন তারা পায়না জন্ম নিয়ন্ত্রনের কোনো সামগ্রী। তাই অনেক নারীই গাছ গাছড়া খেয়ে জন্ম নিয়ন্ত্রন করেন, যা নারীদের প্রজনন স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুকিঁপূর্ণ।

CCD Bangladesh © 2024 All Rights Reserved.