অভাবের কারণে নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া গ্রামের মেয়েদের বিয়ে দিয়ে দেয়া হয় অল্প বয়সে। পুলিশ বা প্রশাসন বাধা দিলেও অন্য কোথায় নিয়ে গিয়ে গোপনে বিয়ে দেয়া হয়।
চলনবিল এলাকার এই গ্রামটিতে বন্যার সময় ডুবে যায় ঘরবাড়ি, স্কুল ও কমিউনিটি ক্লিনিট। কৃষি ও মাছ ধরা গ্রামবাসীর জীবিকা। দরিদ্রতা তাদের নিত্যসঙ্গী।