আর্থিক অসচ্ছলতার কারণে আজ গ্রামছাড়া ভোলার চর ফ্যাশনের পুরুষেরা। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে এখানকার জেলেদের কর্মসংস্থান কমায় তারা পাড়ি জমাচ্ছে শহরে।
ফলে নারীর উপর পড়ছে বাড়তি কাজের চাপ। অনেক সময় শহরে যাওয়া পুরুষেরা আবার বিয়ে করে ঘরে নিয়ে নতুন বউ। ফলে নারীদের উপর বাড়ছে পারিবারিক সহিংসতা।