চরম ভোগান্তি পোহাতে হচ্ছে প্রসূতি নারীদের

জলবায়ু পরিবর্তন পাল্টে দিয়েছে নাটোরের চলনবিল এলাকার মানুষের জীবনযাপন প্রক্রিয়া। বিশেষ করে নারীরা পড়ছেন চরম বেকায়দায়।

চলনবিলের অনেক গ্রামের কমিউনিটি ক্লিনিকে নারী চিকিৎসক না থাকায় এখানকার কিশোরী ও নারীরা পাচ্ছেন না প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত রোগের চিকিৎসা।

এর ফলে নারীদের অকালে গর্ভপাত হওয়ার পাশাপাশি জরায়ুর সমস্যা প্রকট আকার ধারণ করছে।

CCD Bangladesh © 2023 All Rights Reserved.