Friday, 8 November 2024

ঠিক সময়ে চিকিৎসার অভাবে ঝুঁকিতে নারীরা!

তিনটি নদী বেষ্টিত হলেও বরগুনা নেই সুপেয় পানির সুব্যবস্থা। ফলে পানি নিয়ে বিপাকে এই অঞ্চলের নারীরা।

নিরূপায় হয়ে ব্যবহার করেন পুকুর বা নালার পানি। যা থেকে ছড়াচ্ছে চর্মরোগসহ পানিবাহিত বিভিন্ন রোগ।

চিকিৎসক বলছেন, ঠিক সময়ে চিকিৎসা না পেলে দীর্ঘমেয়াদি দেখা দিতে পারে স্বাস্থ্যঝুঁকি।

CCD Bangladesh © 2024 All Rights Reserved.