একজন ব্যক্তির দিনে লবণ গ্রহণের মাত্রা ৫ গ্রাম। অথচ সাতক্ষীরার শ্যামনগরের নারীদের প্রতিদিন গ্রহণ করতে হয় ১৬ গ্রামের বেশি লবণ। কারণ চিংড়ি ঘেরের পাশাপাশি দিনের অন্যান্য কাজও করতে হয় লবণাক্ত পানিতে।
এখানকার ৮০ ভাগ নারী জরায়ু সংক্রান্ত রোগে ভুগছেন। অনেকে কেটে বাদ দিচ্ছেন জরায়ু, যার কারণে ভাঙছে সংসার।