Friday, 29 November 2024

নারীরা যেখানে সন্তান ধারণ করতে ভয় পায়?

জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্থ এলাকা হচ্ছে রাজশাহীর চর খিদিরপুর। খরার সময় উত্তপ্ত বালির মধ্যেই গর্ভবতী নারীদের দীর্ঘ পথ পায়ে হেঁটে যেতে হয় নদীর ঘাটে, শহরের হাসাপাতালে ভর্তি হতে।

দীর্ঘ উত্তপ্ত বালি পথ পাড়ি দিতে গিয়ে অনেক গর্ভবর্তী নারী মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাই এখানকার নারীরা বাচ্চা ধারণ করতে ভয় পায়।

বাচ্চা ধারণ করা মানেই এখানকার নারীদের প্রচন্ড দূর্ভোগে ও মৃত্যুর ঝুঁকিতে পড়তে হয়।

CCD Bangladesh © 2024 All Rights Reserved.