Wednesday, 24 May 2023

নারীর পেটেই বাচ্চার মৃত্যু হচ্ছে!

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রধানতম ক্ষতিগ্রস্থ এলাকা হচ্ছে খুলনার কয়রা এলাকা। লবনাক্ত পানির মধ্যে কাজ করার কারনে বেশীরভাগ নারী ভূগছে জরায়ুর সমস্যায়।

যার ফলে বাচ্চা পেটে আসলেও জন্মের আগের মৃত্যু ঘটছে। তাই অনেক নারীই মা হতে পেরে ভূগছে চরম হতাশায়।

CCD Bangladesh © 2023 All Rights Reserved.