প্রতিদিনই জোয়ারের পানি ঢুকে খুলনার দাকোপ উপজেলার কালাবগী গ্রামে। সেই লবণাক্ত পানিতেই গোসল, কাপড় পরিস্কারসহ দিনের অন্যান্য কাজ করেন নারীরা।
চর্মরোগসহ নানা সমস্যায় ভুগেন তারা। পেটের সন্তানের ওপর তার প্রভাব পড়বে কিনা তা নিয়েও সংশয়ে থাকেন গর্ভবর্তী নারীরা।