Thursday, 18 July 2024

বুদ্ধি হওয়ার আগেই ৮০ ভাগ মেয়েকে বসতে হচ্ছে বিয়ের পিড়িতে!

নোয়াখালীর হাতিয়া দ্বীপের মাঝে শূন্যের চর। এখানে চতুর্থ ও পঞ্চম শ্রেণি পড়ুয়া ৮০ ভাগ মেয়েই শিকার হয় বাল্যবিয়ের।

অল্প বয়সে বেশি সন্তান নেয়ায় ভেঙে পড়ে মায়ের শরীর। আর অপুষ্টিতে ভুগে শিশুরা। সন্তান প্রসবের সময়ও বাড়ছে অতিরিক্ত রক্তপাতসহ মৃত্যু ঝুঁকি।

CCD Bangladesh © 2024 All Rights Reserved.