নোয়াখালীর হাতিয়া দ্বীপের মাঝে শূন্যের চর। এখানে চতুর্থ ও পঞ্চম শ্রেণি পড়ুয়া ৮০ ভাগ মেয়েই শিকার হয় বাল্যবিয়ের।
অল্প বয়সে বেশি সন্তান নেয়ায় ভেঙে পড়ে মায়ের শরীর। আর অপুষ্টিতে ভুগে শিশুরা। সন্তান প্রসবের সময়ও বাড়ছে অতিরিক্ত রক্তপাতসহ মৃত্যু ঝুঁকি।