পিরিয়ড বা মাসিক নারীর জন্য স্বাভাবিক ও প্রাকৃতিক বিষয়। তারপরও তা নিয়ে সংকোচে থাকেন বরগুনার গোলবুনিয়া গ্রামের নারীরা।
এ সময় নোংরা কাপড় ব্যবহার করায় তাদের জরায়ুতে সংক্রমণ হচ্ছে। কিন্তু লজ্জায় সে কথা কাউকে বলতে পারেন না। এমনকি চিকিৎসের পরামর্শ নিতেও লজ্জা পান তারা।