Tuesday, 8 October 2024

মূত্রথলির সমস্যায় নারীদের মৃত্যু হচ্ছে!

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্থ এলাকা হচ্ছে উপকুলীয় জেলা বরগুনা। চারিদিকে নদীর পানি দিয়ে পরিবেশিষ্ট বরগুনা। এত পানি থাকার পরেও এখানে সুপেয় পানির প্রচন্ড অভাব।

গভীর নুলকুপগুলো দিয়ে পানি না উঠায় সেগুলো অকেজো হয়ে পড়েছে। বাধ্য হয়েই নারীদের পুকুর ও জলাশয়ের পানি ব্যবহার করতে হয়।

লবনাক্ত পানি পান করার ফলে এখানকার অধিকাংশ নারীই ভূগছে মূত্রথলির সমস্যায়, যা তাদের মৃত্যু ঢেকে আনছে।

CCD Bangladesh © 2024 All Rights Reserved.