Saturday, 25 January 2025

যেখানে চিড়া মুড়ি খেয়ে দিন পার করেন নারীরা!

জলবায়ু পরিবর্তনের ফলে পাল্টে গেছে উপকূলীয় জেলা ভোলার চরফ্যাশনের খেজুরগাছিয়া গ্রামের নারীদের জীবনের চিত্র।

প্রাকৃতিক দূর্যোগ বার বার আঘাত হানায় এখানকার বেশীরভাগ মানুষকে বছরের বেশীরভাগ সময় জলাবদ্ধ অবস্থায় দিন কাটাতে হয়। ফলে তাদের রান্না করার উপায় থাকে না।

বাধ্য হয়ে এখানকার নারীরা চিড়া-মুড়ি খেয়ে পার করেন দিনের পর দিন, যা তাদের ফেলছে নানা স্বাস্থ্য ঝুঁকিতে।

CCD Bangladesh © 2025 All Rights Reserved.