খুলনার দাকোপ উপজেলার কালাবগি গ্রাম জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের শিকার। নদীভাঙনে বিলীন হয়েছে অনেকের ঘের, কেউবা হারিয়েছেন বসতভিটা।
প্রতিদিনের খাবার জোটাতেই এখন হিমশিম অবস্থা। রোজগার না থাকায় পরিবারে লেগেই থাকে অশান্তি। পারিবারিক সহিংসতার শিকার হোন নারীরা।