Friday, 8 November 2024

লজ্জায় সবকিছু খুলে বলতে না পারায় গর্ভপাত হচ্ছে নারীদের!

বর্ষা মৌসুমের বেশিরভাগ সময় পানির নিচেই ডুবে থাকে নাটোরের সিংড়া থানার ডাহিয়া ইউনিয়ন। জলবায়ু পরিবর্তনের এই বিরুপ প্রভাবে সবচেয়ে বেশি ভুক্তভোগী এখানকার গর্ভবতী নারীরা।

দুর্যোগের কারণে নৌকায় করে দীর্ঘপথ পাড়ি দিয়ে যেতে হয় স্বাস্থ্যকেন্দ্রে। তার উপরে মহিলা ডাক্তার না থাকায় সব শাররীক সমস্যার কথা বলতে পারেন না গর্ভবতি নারীরা। ফলে ঘটছে গর্ভপাতের মত ঘটনা।

CCD Bangladesh © 2024 All Rights Reserved.