আইলা, সিডর, আমফান বা ইয়াশ…একেক সময় একক নামে আসে প্রাকৃতিক দুর্যোগ। বাড়ে খুলনার কয়রার দক্ষিণ বেদকাশি গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ।
প্রায় দুই হাজার বাসিন্দার জন্য দুটি আশ্রয়কেন্দ্র। দুর্যোগে স্যানিটেশন সমস্যার কারণে সেখানে আশ্রয় নিতে গিয়ে উল্টো রোগ নিয়ে ফিরেন নারীরা।