Thursday, 25 April 2024

চরটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে?

জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্থ এলাকা হচ্ছে রাজশাহীর পবার চর খিদিরপুর। খরা, নদী ভাঙন, বন্যা ও জলাবদ্ধতা এখানকার মানুষের জীবনকে বিপর্যস্ত করে ‍তুলেছে।

বিশেষ করে নদী ভাঙনের কারণে গত ১০ বছরে এই চরের জনসংখ্যা ২৮ হাজার থেকে কমে এসেছে মাত্র আড়াই হাজারে।

এমন অবস্থা চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই চরটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে আশংকা করছে চরবাসী।

CCD Bangladesh © 2024 All Rights Reserved.