তাসনুভা আনান শিশির দেশের প্রথম ট্রান্স উইম্যান সংবাদ পাঠক হতে চলেছেন বৈশাখী টেলিভিশনে।
আবার নাটকে অভিনয় করবেন আরেকজন ট্রান্স উইম্যান, যার নাম নুসরাত মৌ। অশেষ অভিনন্দন ও শুভকামনা রইলো শিশির ও মৌ-এর জন্য।
সমাজে বৈষম্য দূর হোক, সমাজ হোক মানবিক। মানবিক মূল্যবোধ ছড়িয়ে যাক মানুষের মাঝে। একে অন্যকে সম্মান দিক। গড়ে উঠুক ভালোবাসার বন্ধন।