বাঁশি আছে, সুরও আছে, নেই শুধু বাঁশিশিল্পী। করোনায় থমকে গেছে শিল্পীর জীবন। আজ জানব বংশীবাদক গণেশ চন্দ্র দাসের জীবন যাপন।
বিশেষ লাইভ অনুষ্ঠান “করোনায় জীবন যাপন”এ ‘সাধারন মানুষের মাঝে করোনার প্রভাব ও আমাদের করণীয়’ নিয়ে কথা বলেন রেডিও পদ্মা ৯৯.২ এফএম-এর স্টুডিওতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশিশিল্পী শ্রী গণেশ চন্দ্র দাস। আরো উপস্থিত ছিলেন নাগরিক সমাজ নেতা আহমেদ শফিউদ্দিন।
উক্ত অনুষ্ঠানে ফোনে যুক্ত হয়েছিলেন শহীদ জামিল ব্রিগেডের সভাপতি দেবাশীষ প্রামাণিক দেবু এবং বাংলাদেশ পরিবহণ মালিক সমিতি ফেডারেশন ঢাকার সাধারণ সম্পাদক ও রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মো: সাফকাত মঞ্জুর বিপ্লব।
অনুষ্ঠানটি প্রচারে সহযোগিতায় ছিলো জেলা তথ্য অফিস রাজশাহী এবং ইউনিসেফ।