Wednesday, 24 May 2023

করোনা থেকে বাঁচতে হলে যা করতে হবে

বন্ধুরা তোমরা কি খেয়াল করেছো? মানা করলেও শহর আর গ্রামের অনেক মানুষ কোনো কারণ ছাড়াই বাসা থেকে বের হচ্ছে?

হ্যাঁ…. কখনো এটা কখনো ওটার জন্য….

শুধু নিয়ম মানছে না বলে প্রতিদিন অনেক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে।

নিয়ম মানতে হবে, ঘরেও থাকতে হবে…..

এই ভাইরাস কোনো লক্ষণ ছাড়াই মানুষের শরীরে থাকতে পারে কয়েকদিন আর হাত বা অন্য কোনভাবেও কাছে আসলে কিংবা হাঁচি বা কাশির মধ্য দিয়েও একজন থেকে অন্যজনে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে।

সেজন্য এই সময় বাসার বাহিরে একদম বের হবে না

হ্যাঁ….. বাহির হইও না……

আমরা যেমন বাড়ির বাহিরে যাবো না, তেমনি বাহিরের কেউ যেন বাসায় না আসে সেটাও খেয়াল রাখতে হবে।

বাহিরের কেউ বাসায় আসবে না….

আসুন আমরা ঘরেই থাকি, নিরাপদে থাকি।

ঘরেই থাকবো, নিরাপদে থাকবো….

CCD Bangladesh © 2023 All Rights Reserved.