ন্যায্যতা ও অগ্রধিকারের ভিত্তিতে শীঘ্রই করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু করবে সরকার। দ্রুতই জানিয়ে দেয়া হবে নিবন্ধনের প্রক্রিয়া।
ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা পাবেন অগ্রাধিকার।
এরপর জরুরি সেবাদানকারী, বীর মুক্তিযোদ্ধা, বয়োজ্যেষ্ঠ নাগরিক, করোনার সম্মুখযোদ্ধা যেমন- আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদসহ ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের টিকা দেয়া হবে।
মনে রাখবেন, ভ্যাকসিন নিলেও কোভিড-১৯ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
স্বাস্থ্যবিধি মেনে দেশ নিরাপদ রাখবো
সময় হলে কোভিড-১৯ ভ্যাকসিন নেবো