Tuesday, 8 October 2024

তোমরাই হলে করোনা ভাইরাস প্রতিরোধে সেরা যোদ্ধা

হ্যালো তরুণ বন্ধুরা, তোমরা হলে জাতির সেরা যোদ্ধা।

তোমরাই পারবে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে। সেজন্য গুজব ও ভুল তথ্য ছড়ানো ঠেকাতে হবে।

তাহলে অপেক্ষা কিসের? তোমার আশে পাশে থাকা বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষকে জানিয়ে দাও।

করোনামুক্ত থাকতে:

মাস্ক পরি, স্বাস্থ্যবিধি মানি, পরস্পরকে সম্মান করি।

বাঁচতে হলে, মানতে হবে

CCD Bangladesh © 2024 All Rights Reserved.