শিশুরাও বড়দের মতই সংক্রমণ ছড়ায়। ‘করোনায় জীবন যাপন’ অনুষ্ঠানে ‘শিশুদের করোনার টিকা নেয়ার বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জসমূহ’ নিয়ে কথা রেডিও পদ্মা ৯৯.২ এফএম এ অনুষ্ঠিত হয় এই বিশেষ অনুষ্ঠান।
আলোচক হিসাবে উপস্থিত ছিলেন-
১। ডাঃ বীথি রাণী সাহা, মেডিক্যাল অফিসার, সিভিল সার্জন অফিস, রাজশাহী
২। জনাব শিবলী নোমান, রাজশাহী ব্যুরো প্রধান, যমুনা টিভি
৩। জনাব নেকবর আলী, সিনিয়র শিক্ষক, সরকারী ল্যাবরেটরী হাই স্কুল, রাজশাহী
অনুষ্ঠানটি প্রচারে সহযোগিতা করছে জেলা তথ্য অফিস রাজশাহী এবং ইউনিসেফ।