করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে বাঁচতে সর্বোচ্চ সতর্ক হই

বর্তমানে করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট বাংলাদেশে দ্রুত ছড়িয়ে পড়ছে, যার সংক্রমণ ও মৃত্যুহার অনেক বেশি। 

এই ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমণের ঝুঁকি অনেক বেশি এবং এতে করোনার আগের ভ্যারিয়েন্টগুলোর চেয়েও অনেক বেশি  চিকিৎসা সেবার প্রয়োজন হচ্ছে । যার অর্থ হাসপাতালগুলোতে আরো বেশি বেড ও অক্সিজেন প্রয়োজন।

কিন্তু হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থা এরইমধ্যে চাপের ভেতরে আছে এবং অক্সিজেনের সরবরাহ চাহিদার তুলনায় কম। ফলে অক্সিজেন ও আইসিইউ বেডের অভাবে ঘটতে পারে বেদনাদায়ক পরিণতি। 

কাজেই আসুন, জরুরী প্রয়োজন ছাড়া হাটে-বাজারে যাওয়া ও এক জেলা থেকে অন্য জেলায় ভ্রমণ করা থেকে বিরত থাকি, স্বাস্থ্যবিধি যেমন হাত ধোয়া ও সামাজিক দূরত্ব মেনে চলি এবং এ সম্পর্কিত সরকারি সকল বিধিনিষেধ কঠোরভাবে অনুসরণ করি। নিজের ও প্রিয়জনের জীবন বাঁচাতে সব সময় সতর্ক থাকি।

CCD Bangladesh © 2024 All Rights Reserved.