Saturday, 20 April 2024

করোনা ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে কেউ যেন বঞ্চনার শিকার না হোন

ভালো থাকুক পৃথিবী, ভালো থাকুক সবাই
ভালো থাকুক বাংলাদেশ, ভালো রাখি সবাই
জানি এ মেঘ সরেই যাবে, আকাশ থেকে অচিরেই
নতুন দিনে নতুন সূর্য্য, উঠবে আবার উঠবেই
নয়… নয়…. নয় ভয় নই
সচেতনতায় করবো করোনাকে জয়

অগ্রাধিকার ও ন্যায্যতার ভিত্তিতে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়া শুরু করেছে সরকার। এই ভ্যাকসিন পেতে আপনার নাম নিবন্ধন করুন সুরক্ষা ওয়েবসাইটে।ওয়েবসাইটের ঠিকানা:
www.surokkha.gov.bd

প্রয়োজনে ফোন করুন: ১৬২৬৩, ৩৩৩, ১০৬৫৫ নাম্বারে
মনে রাখবেন, করনো ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে কোনো ধর্মীয়, নৃ-ত্বাত্তিক ক্ষুদ্র জনগোষ্ঠি অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়, এমনকি কোনো লিঙ্গ পরিচয়ের মানুষ যেন, বঞ্চনা ও হয়রানির শিকার না হোন।

সেদিকে বিশেষ গুরুত্ব দিয়ে সবাই একে অপরের প্রতি সম্মান ও সহনশীলতা বজায় রাখি।

আসুন সকল ভেদাভেদ ভুলে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিই, সবাই একসাথে বাঁচি। কারণ, প্রত্যেকে নিরাপদ না হওয়া পর্যন্ত কেউই নিরাপদ না।

CCD Bangladesh © 2024 All Rights Reserved.