Saturday, 20 April 2024

সাবধান না হলে এই ঈদ আমাদের জন্য বিষাদময় হতে পারে

এসে গেলো ঈদ-উল-আজহা! এটি অত্যন্ত ব্যন্ত একটি সময় যখন বেড়ে যায় আমাদের এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত, কেনাকাটা এবং ঈদ উদ্যাপনের তোড়জোড়।

ঈদকে সামনে রেখে সরকার শিথিল করেছে শাটডাউন। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই উৎসবের সময়েও আমাদের ঘিরে আছে করোনা মহামারী।

আসুন, সংকটকালীন এই ঈদে করোনা বিষয়ক সব ধরনের ভুল তথ্য থেকে সতর্ক থাকি, সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলোর দিকে খেয়াল রাখি, সামাজিকভাবে ঐক্যবদ্ধ থাকি এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের ওপরে ভরসা রাখি।

কেনাকাটা অথবা প্রিয়জনের সাথে দেখা করার সময়ও আমাদের সকল প্রকার সতর্কতামূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে যেমন স্বাস্থ্যবিধি মেনে চলা, জনসমাগমে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা।

প্রিয়জনদের সাথে নিরাপদে এই ঈদ উদযাপন করতে হলে আমাদের অবশ্যই সম্মিলিতভাবে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে হবে।

CCD Bangladesh © 2024 All Rights Reserved.