Friday, 8 November 2024

যুগের সাথে রোমান্টিকতার বিরোধই কি বাল্যবিয়ের দায় চাপাচ্ছে অভিভাবকের ঘাড়ে?

যুগের সাথে রোমান্টিকতার বিরোধই কি বাল্যবিয়ের দায় চাপাচ্ছে অভিভাবকের ঘাড়ে?

রেডিও পদ্মা ৯৯.২ এফএম-এর বিশেষ লাইভ অনুষ্ঠান ‘আমাদের কন্যাশিশু’ অনুষ্ঠানে বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবকের ভূমিকা নিয়ে কথা বলতে উপস্থিত ছিলেন-

১। সিদরাতুল মুনতাহা নিঝুম, ১০ম শ্রেণী, রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

২। তৌহিদা পারভীন, অভিভাবক

। জনাব আহমদ হোসাইন, সিনিয়র শিক্ষক, সরকারি ল্যাবরেটরি স্কুল, রাজশাহী

ফোনে যুক্ত আছেন-

৪। জনাব আহমেদ শফিউদ্দিন, নাগরিক সমাজ প্রতিনিধি

অনুষ্ঠানটি প্রচারে সহযোগিতা করছে এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি ও ইউনিসেফ।

CCD Bangladesh © 2024 All Rights Reserved.