বাল্যবিয়ে প্রতিরোধে সরকারি সংস্থার ভুমিকা

পুতুল কিংবা বইয়ের বদলে হাতে সংসারের হাল; বাল্যবিয়ে। কন্যাশিশুকে বাল্যবিয়ের নির্মমতা থেকে বাঁচাতে কাজ করছে রাষ্ট্রীয় সংস্থাগুলো।

রেডিও পদ্মা ৯৯.২ এফএম-এ প্রচারিত হয় বিশেষ লাইভ আলোচনা অনুষ্ঠান ‘আমাদের কন্যাশিশু’। উক্ত অনুষ্ঠানে ‘বাল্যবিয়ে প্রতিরোধে সরকারি সংস্থার ভুমিকা’ নিয়ে কথা বলতে রেডিও পদ্মা ৯৯.২ এফএম-এর এই বিশেষ অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় স্টুডিওতে উপস্থিত ছিলেন রাজশাহী মতিহার থানার এডিসি মো: একরামুল হক এবং রাজশাহীর সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার মো: হামিদুল ইসলাম।

এছাড়াও উক্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য ফোনে যুক্ত হয়েছিলেন রাজশাহীর মোহনপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: সানোয়ার হোসেন।

অনুষ্ঠানটি প্রচারে সহযোগিতা করছিলো এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি ও ইউনিসেফ।

CCD Bangladesh © 2024 All Rights Reserved.