Saturday, 23 January 2021

করোনা পরিস্থিতিতে নারী ও শিশু নিপীড়ন এবং বাল্য বিয়ের ঘটনা বেড়ে যাওয়ার ক্ষেত্রে কী করণীয়?

দেখছেন করোনা ভাইরাস বিষয়ক রেডিও সারাবেলার বিশেষ ফোনো-লাইভ অনুষ্ঠান- জানা থাকলে জান বাঁচে । পর্ব-২

আজকের বিষয়ঃ করোনা পরিস্থিতিতে নারী ও শিশু নিপীড়ন এবং বাল্য বিয়ের ঘটনা বেড়ে যাওয়ার ক্ষেত্রে কী করণীয়?

অনুষ্ঠানটি সম্পর্কে আপনার প্রশ্ন ও মতামত জানাতে ফোন করুন- ০১৭১৩৪৮৪৪৭৪ নাম্বারে।

উপস্থাপকঃ মাহফুজ ফারুক।

অনুষ্ঠানটি প্রচারে সহযোগিতা করছে ইউনিসেফ ও সিসিডি বাংলাদেশ।

জানা থাকলে জান বাঁচে-২

দেখছেন করোনা ভাইরাস বিষয়ক রেডিও সারাবেলার বিশেষ ফোনো-লাইভ অনুষ্ঠান- জানা থাকলে জান বাঁচে । পর্ব-২আজকের বিষয়ঃ করোনা পরিস্থিতিতে নারী ও শিশু নিপীড়ন এবং বাল্য বিয়ের ঘটনা বেড়ে যাওয়ার ক্ষেত্রে কী করণীয়?অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন-১. মজিবর রহমান , ওসি তদন্ত, সদর থানা।২. মোঃ তানজিমুল ইসলাম, প্যানেল মেয়র, গাইবান্ধা সদর (২ নং ওয়ার্ড)।৩. লাভলী বেগম, উন্নয়নয় কর্মী, এসকেএস ফাউন্ডেশন, গাইবান্ধা।৪. চৈতন্য দেবনাথ, ইমপাওয়ারমেন্ট, ফিল্ড অর্গানাইজার (ব্রাক)।এবং ফোন কলে আমাদের সাথে আছেন৫। সহিংসতার স্বীকার একজন নারী৬। বাল্যবিয়ের স্বীকার একজন শিশুঅনুষ্ঠানটি সম্পর্কে আপনার প্রশ্ন ও মতামত জানাতে ফোন করুন- ০১৭১৩৪৮৪৪৭৪ নাম্বারে।উপস্থাপকঃ মাহফুজ ফারুক।অনুষ্ঠানটি প্রচারে সহযোগিতা করছে জাপান সরকার, ইউনিসেফ ও সিসিডি বাংলাদেশ।

Posted by Radio Sarabela 98.8 FM on Saturday, July 18, 2020
CCD Bangladesh © 2021 All Rights Reserved.