‘নারীর জন্য নারী’ এই পরিবর্তনকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন কিভাবে নারী প্রজনন স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে সেই বিষয়ে রাজশাহী রাণীবাজারের হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল হল রুমে ৩ দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩৩ জন অংশগ্রহণকারীর অংশগ্রহণে ওরথের সহায়তার সিসিডি বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করে।
জলবায়ু পরিবর্তনের কারণে নারী প্রজনন স্বাস্থ্যের যে সমস্যা হচ্ছে সেই বিষয়ে উন্মুক্ত আলোচনার মাধ্যমে সেশন পরিচালনা করেন সিসিডি বাংলাদেশের যুগ্ম পরিচালক শাহানা পারভীন।
নারীদের প্রজনন স্বাস্থ্য কি ও জলবায়ু পরিবর্তন নারী প্রজনন স্বাস্থ্যের উপর কি প্রভাব ফেলতে পারে সেই বিষয়ে বিস্তারিত জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুলতানা মুস্তফা কামাল।
জলবায়ু পরিবর্তন কি, জলবায়ু পরিবর্তন কেনো পরিবর্তিত হচ্ছে এবং এর ফলে নারীরা কিভাবে প্রজনন স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন সেই চিত্র তুলে ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস।