Wednesday, 11 September 2024

নারীর জন্য মোবাইল সাংবাদিকতা কেন?

‘নারীর জন্য নারী’ এই স্লোগানকে সামনে রেখে WORTH এর সহযোগিতায় সিসিডি বাংলাদেশ ও রেডিও পদ্মা ৯৯.২ এফএম ৩২ জন তরুণী নিয়ে ৫ দিন ব্যাপি ‘ট্রেনিং অন বেসিক মোবাইল জার্নালিজম’ নামে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

উক্ত কর্মশালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে প্রশিক্ষণার্থীদের সাংবাদিকতা সম্পর্কে এবং সমাজে সাংবাদিকতার গুরুত্বসহ প্রিন্ট, ইলেক্ট্রনিক্স, অনলাইন, সোশাল মিডিয়া এবং মোজো সম্পর্কে বিস্তারিত জানান।

সাংবাদিক কিভাবে কাজ করেন, সংবাদের প্রকারভেদ ইলিমেন্টস, সোর্স এবং প্রেজেন্টার লিংক, উবস, প্যাকেজের পান্ডুলিপি তৈরিতে কোন বিষয়গুলো মেনে লিখতে হবে সেই বিষয়ে হাতে কলমে শেখান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মশিহুর রহমান।

বিস্তারিত ভিডিওতে-

CCD Bangladesh © 2024 All Rights Reserved.