পানি আনতে গিয়ে গর্ভপাতের শিকার হচ্ছেন নারীরা!

রাজশাহীর মুন্ডুমালা এলাকাটি বরেন্দ্র অঞ্চলের একটি খরাপ্রবন এলাকা। ফলে নারীদের খাবার পানি আনতে হয় দুর দুরান্তের টিউবওয়েল থেকে। এতে নারীরা আক্রান্ত হচ্ছেন মাজা ব্যথাসহ বিভিন্ন প্রজনন স্বাস্থ্যজনিত রোগে। এমনকি দুর দুরান্ত থেকে পানি আনতে গিয়ে গর্ভপাতের শিকার হচ্ছেন নারীরা।

CCD Bangladesh © 2024 All Rights Reserved.