Tuesday, 8 October 2024

করোনা পরিস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠী কেমন আছে?

আপনি শুনছেন করোনা ভাইরাস বিষয়ক রেডিও চিলমারী ৯৯.২ এফএম এর বিশেষ ফোনো-লাইভ অনুষ্ঠান

“জানা থাকলে জান বাঁচে” – পর্ব ০৪

আজকের বিষয়ঃ করোনা পরিস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠী কেমন আছে? তাদের কাছে কিভাবে সহায়তা যাচ্ছে? চ্যালেঞ্জগুলো কি কি?

অতিথি হিসেবে সরাসরি যুক্ত থাকবেন

১। জনাব মোঃ আব্দুর রাজ্জাক মিলন, চেয়ারম্যান, থানাহাট ইউনিয়ন পরিষদ, চিলমারী, কুড়িগ্রাম।

এছাড়াও ফোনে যুক্ত থাকবেন

১। জনাব মোঃ রেজাউল করিম, জেলা প্রশাসক, কুড়িগ্রাম।

২। জনাব শ্যামল চন্দ্র সরকার, পরিচালক, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি, কুড়িগ্রাম।

ভুক্তভোগী হিসেবে টেলিফোনে যুক্ত থাকবেন

১। চিলমারী ইউনিয়নের ঢুষমারা গ্রামের জনাব রোকেয়া খাতুন এবং

২। চিলমারী ইউনিয়নের শাখাহাতি গ্রামের জনাব এইচ এম মেহেদী

অনুষ্ঠানটি প্রচারে সহযোগিতা করছে জাপান সরকার, ইউনিসেফ ও সিসিডি বাংলাদেশ।

CCD Bangladesh © 2024 All Rights Reserved.