Thursday, 18 August 2022

করোনা মহামারীতে শিশুরা ঘরে বসে কি কি ধরনের সহ-শিক্ষা কার্যক্রম ও শারীরিক চর্চা করতে পারে

প্রিয় শ্রোতা আপনি শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ এফ এম। আপনার সাথে আছি আমি মেঘলা।

এখন প্রচারিত হচ্ছে বিশ্ব মহামারী করোনা ভাইরাস নিয়ে ৬ সপ্তাহের বিশেষ সচেতনতামূলক ফোনো-লাইভ অনুষ্ঠান “জানা থাকলে জান বাঁচে”। আজ শুনছেন অনুষ্ঠানটির ৬ষ্ঠ পর্ব (শেষ পর্ব)।

আজকের বিষয়- করোনা মহামারীতে শিশুরা ঘরে বসে কি কি ধরনের সহ-শিক্ষা কার্যক্রম ও শারীরিক চর্চা করতে পারে।

আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ———-
০১. মো: তৌফিকুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, চাঁপাইনবাবগঞ্জ।
০২. মো: শফিউল আজম, সহকারী শিক্ষক, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
০৩. সাইকা রহমান হিয়া, ছাত্রী, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

এছাড়াও আমাদের সাথে ফোনে যুক্ত আছেন————-
এ. কে. এম. তাজকির উজ জামান, অতিরিক্ত জেলাপ্রশাসক(সার্বিক) চাঁপাইনবাবগঞ্জ।
ও মো. ফারুকুর রহমান ফয়সাল, জেলা কালচারাল অফিসার, চাঁপাইনবাবগঞ্জ।

অনুষ্ঠানটি প্রযোজনা করছে- রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম ও সিসিডি বাংলাদেশ এবং প্রচারে সহযোগিতা করছে জাপান সরকার ও ইউনিসেফ।

CCD Bangladesh © 2022 All Rights Reserved.