Sunday, 8 September 2024

অনুপ্রেরণাময় গল্পগুলো বলবেন দুর্জয় প্রাণের অদম্য কয়েকজন নারী

ওয়াও – উইমেন অফ দা ওয়ার্ল্ড সবার জন্য ও সমাজের সকল কোণ থেকে দর্শক, উদ্যোক্তা ও ভোক্তাকে একত্রিত করে এবং সম্প্রদায়মূলক পরিকল্পনার মাধ্যমে সমাজে পরিবর্তন আনার অনুপ্রেরণা জোগায়। নারীদের পথচলার অনুপ্রেরণা প্রদান করতে এবছর ব্রিটিশ কাউন্সিল, মঙ্গলদীপ ফাউন্ডেশন এবং সিসিডি বাংলাদেশ-এর সহযোগীতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াও বাংলাদেশ – রংপুর চ্যাপ্টার।

আনন্দময় এবং উৎসবমুখর আমেজের মধ্য দিয়ে পরিবেশিত এই উৎসবে জীবনের অনুপ্রেরণাময় গল্পগুলো শেয়ার করবেন দুর্জয় প্রাণের অদম্য কয়েকজন নারী। সকল প্রতিকূলতাকে অতিক্রম করে নিজেকে সফল নারী হিসেবে প্রতিষ্ঠিত করা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ি হাটের জমিলা বেগম ওরফে (জমিলা কসাই), BD Assistant এবং Premium Fruits সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা রংপুরের তরুণ উদ্যোক্তা উম্মে কুলছুম পপি, রংপুরের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় সমাজসেবক এবং রাজনীতিবিদ মোছাঃ নাছিমা জামান ববি, বাল্যবিবাহে নির্যাতনের স্বীকার হয়ে পরবর্তিতে ঘুরে দাঁড়ানো রংপুর মহানগর জাতীয় পার্টির মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা বেগম রাবেয়া এবং সাথে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের সহকারী অধ্যাপক, ডা: ফাউজিয়া সুলতানা। এই আলোচনায় অংশগ্রহন করে নিজেদের ঘুরে দাঁড়ানোর গল্পগুলো শেয়ার করবেন আমাদের সাথে।

ইভেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইভেন্ট পেইজটি ভিজিট করুন- https://fb.me/e/4DXtIOni7

এই আয়োজনে যোগদান করতে এখানে নিবন্ধন করুন- https://mongoldeep.org/WOW-registration/

CCD Bangladesh © 2024 All Rights Reserved.