শত বাধা পেরিয়ে নারীরা উড়ছেন মুক্ত পাখির মতো। ওয়াও – উইমেন অফ দ্যা ওয়ার্ল্ড এমন একটি উৎসব যা নারীদের প্রাপ্তিগুলোকে উদযাপন করে এবং বিশ্বজুড়ে তারা যে ধরনের বাধার সম্মুখীন হয় তা সবার সামনে তুলে ধরে। তাই ব্রিটিশ কাউন্সিল, মঙ্গলদীপ ফাউন্ডেশন এবং সিসিডি বাংলাদেশ-এর সহযোগীতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াও বাংলাদেশ – রংপুর চ্যাপ্টার।
রংপুর চ্যাপ্টারে স্বল্প পরিসরে একটি মেলার আয়োজন করা হয়েছে। যেখানে নারী উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। মেলায় যে স্টলগুলো থাকবে–
১। আস্থা
২। মানসী
৩। ষ্টিচ্ কর্ণার
৪। নীল অপরাজিতা বুটিকস
৫। প্রমেয়
৬। পল্লীশ্রী
৭। ফুড ক্লাব রংপুর
৮। ইচ্ছেপূরণ
৯। রন্ধন শালা
১০। ঘরোয়া
ইভেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইভেন্ট পেইজটি ভিজিট করুন- https://fb.me/e/4DXtIOni7
এই আয়োজনে যোগদান করতে এখানে নিবন্ধন করুন- https://mongoldeep.org/WOW-registration/