২০১০ সালে জুড কেলি, সি বি ই, প্রথমবারের মত চালু করেছিলেন WOW Festival, পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশে এবারেও আয়োজিত হতে যাচ্ছে WOW Festival. আমাদের সমাজে প্রতিদিনই নারীরা বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছেন, যা যুগের পর যুগ ধরে চলে আসছে।
সভ্যতার উন্নতির সাথে সাথেই দুর্ভাগ্যজনকভাবে বেড়েছে বৈষম্য, বেড়েছে অন্যায়। বিভিন্নভাবে নারীরা হচ্ছেন সহিংসতার শিকার। তবু শত বাঁধা পেরিয়ে নারীরা উড়ছেন মুক্ত পাখির মত। ওয়াও বাংলাদেশ সেই অকুতোভয় সত্ত্বাদের প্রতি সম্মান রেখে এবছর উদযাপন করতে যাচ্ছে “দুর্জয় প্রাণের আনন্দে”।
নবীনের জয়ধ্বনির তালে তালে নৃত্য পরিবেশন করবেন উম্মে হাবিবা। তিনি ভরতনাট্যম ও কনটেম্পোরারি নৃত্যের পাশাপাশি স্ট্রিট ডান্সার হিসেবেও পরিচিত।