ওয়াও সবার জন্য ও সমাজের সকল কোণ থেকে– দর্শক, উদ্যোক্তা ও ভোক্তাকে একত্রিত করে এবং সম্প্রদায়মূলক পরিকল্পনার মাধ্যমে সমাজে পরিবর্তন আনার অনুপ্রেরণা জোগায়। নারীদের প্রাপ্তিগুলোকে উদযাপন করতে এবং বিশ্বজুড়ে তারা যে ধরনের বাধার সম্মুখীন হয় তা সবার সামনে তুলে ধরতে ২০১০ সালে জুড কেলি, সিবিই প্রথমবারের মত চালু করেছিলেন WOW Festival. যা পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশের বিভিন্ন শহরেও প্রতিবছর এই আয়োজন হয়ে থাকে। এবছর ব্রিটিশ কাউন্সিল, মঙ্গলদীপ ফাউন্ডেশন এবং সিসিডি বাংলাদেশ-এর সহযোগীতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াও বাংলাদেশ – রংপুর চ্যাপ্টার।
এই আয়োজনে নারীদের জন্য থাকছে স্পিড মেন্টরিং টেন্ট। এখানে আন্তরিকভাবে বিশেষজ্ঞদের কাছ থেকে বিভিন্ন বিষয় পরামর্শ নেওয়া যাবে। সমস্যা ও কীভাবে তার সমাধান করা যায় সে বিষয়ক খোলাখুলি আলোচনার মাধ্যমে সঠিক দিকনির্দেশিকা প্রদান করা হবে। বিশেষজ্ঞ হিসেবে যারা থাকবেন-
• রেজবিন হাফিজ
আন্তর্জাতিক প্রতিষ্ঠিত উদ্যোক্তা
• আরিফা জাহান বিথী
দেশের প্রথম নারী ক্রিকেট একাডেমীর উদ্যোক্তা ও পরিচালক
• রেহেনুমা তারান্নুম
নির্বাহী ম্যাজিস্ট্রেট, রংপুর জেলা প্রশাসন অফিস
• মাহমুদা আকতার মিতু
বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রিয় কমিটির সম্পাদক ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী
• সিরাজুম মনিরা
কমনওয়েলথ বৃত্তিপ্রাপ্ত, বর্তমানে শিক্ষক ও চিকিৎসক
ইভেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইভেন্ট পেইজটি ভিজিট করুন- https://fb.me/e/4DXtIOni7
এই আয়োজনে যোগদান করতে এখানে নিবন্ধন করুন- https://mongoldeep.org/WOW-registration/