Tuesday, 26 September 2023

বাড়ছে বাল্যবিয়ে, বাড়ছে ডিভোর্স

নারীদের ও কন্যা শিশুদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করা, তাদের বিভিন্ন সম্ভাবনা অর্জনে কি কি বাধা হয়ে আসতে পারে তা নিয়ে খোলাখুলিভাবে আলোচনা করা, বিশ্বব্যাপী তাদের সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং একইসঙ্গে তার সমাধান আলোচনা করার জন্য এই উৎসবগুলো শুরু হয়েছিল। এবারের ওয়াও রংপুর চ্যাপ্টারে দুটি প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়েছে।

রংপুরে বাল্যবিবাহের হার তুলনামূলক ভাবে বেশি, আর কোভিড ক্রাইসিস এর সময় রংপুরের আর্থ সামাজিক পরিস্থিতির অনেক অবনতি হয়, বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের। একদিকে যেমন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিলো, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্রের দাম বাড়া, আর দৈনিক আয় কমে যাওয়াতে বাড়ির মেয়েরা বাল্যবিবাহের স্বীকার হয়েছে বেশি। এই বিষয়কে কেন্দ্র করে এবারের ওয়াও রংপুর চ্যাপ্টারে আমাদের প্রথম প্যানেল ‘বাড়ছে বাল্যবিয়ে, বাড়ছে ডিভোর্স’ এই বিষয়ে আলোচনা হবে। আলোচনায় থাকবেন-


• বিউটি মন্ডল, প্রভাষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
• রোটারিয়ান শামীমা আখতার শিরিন, অ্যাডভোকেট, পিপি দূর্নীতি দমন কমিশন, রংপুর। প্রভাষক, রংপুর আইন কলেজ।
• মঞ্জশ্রী সাহা, সভাপতি, স্বর্ণনারী অ্যাসোসিয়েশন, রংপুর।
• শমসেয়ারা বিলকিস, সিনিয়র উইম্যান্স রাইটস অফিসার, আরডিআরস।

আমাদের দ্বিতীয় আলোচনায় রংপুরের নারীদের মধ্যে উচ্চশিক্ষার প্রবণতা কমে যাওয়ার কারন নিয়ে আলোচনা করা হবে। বেগম রোকেয়া নিজে একজন রংপুরবাসী ছিলেন এবং নারী অগ্রযাত্রায় তার অবদান অতুলনীয়। কিন্তু একবিংশ শতাব্দীতে এসেও এই অঞ্চলে নারীরা দিন দিন উচ্চশিক্ষায় কেনো এতো পিছিয়ে পড়ছে, তা নিয়েই এই উৎসবে ‘উচ্চ শিক্ষায় নারী এগিয়ে- নাকি অনগ্রসর!’ এই বিষয়ে আলোচনায় থাকবেন-
• রিকতু প্রসাদ, সাংবাদিক।

• ছাফিয়া খানম, বাংলাদেশের ১ম নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান।
• ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার অধ্যাপক নাজমা বেগম, জাতিসংঘের ইতিহাসে প্রথম নারী সেনা কন্টিনজেন্ট কমান্ডার।
• মারুফা রহমান, সহযোগী অধ্যাপক, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্ট্যাডিজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

ইভেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইভেন্ট পেইজটি ভিজিট করুন- https://fb.me/e/4DXtIOni7
এই আয়োজনে যোগদান করতে এখানে নিবন্ধন করুন- https://mongoldeep.org/WOW-registration/

CCD Bangladesh © 2023 All Rights Reserved.