Thursday, 28 March 2024

ওয়াও বাংলাদেশ-চট্টগ্রাম চ্যাপ্টারে বিশেষ কনসার্ট

ওয়াও সবার জন্য ও সমাজের সকল কোণ থেকে– দর্শক, উদ্যোক্তা ও ভোক্তাকে একত্রিত করে এবং সম্প্রদায়মূলক পরিকল্পনার মাধ্যমে সমাজে পরিবর্তন আনার অনুপ্রেরণা জাগায়। ২০১০ সালে জুড কেলি, সি বি ই, প্রথমবারের মত চালু করেছিলেন WOW Festival. শত বাধা পেরিয়ে নারীরা উড়ছেন মুক্ত পাখির মত। যেন সামনের দিনগুলোয় এই নারীরাই আরও হাজারো দুর্জয় প্রাণের নারীদের পথচলার অনুপ্রেরণা হয়ে দাঁড়াতে পারেন তাই ব্রিটিশ কাউন্সিল, মঙ্গলদীপ ফাউন্ডেশন এবং সি সি ডি বাংলাদেশ এর সহযোগীতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াও বাংলাদেশ – চট্টগ্রাম চ্যাপ্টার।

এবারের ওয়াও বাংলাদেশ-চট্টগ্রাম চ্যাপ্টারে আয়োজন করা হয়েছে বিশেষ এক কন্সার্টের । যেখানে পারফর্ম করবেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী নিশিতা বড়ুয়া, যার বেড়ে ওঠা চট্টগ্রামে। ছোটবেলা থেকেই সঙ্গীতচর্চার সঙ্গে জড়িত ছিলেন, কিন্তু ২০০৬ সালে “ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ” প্রতিযোগিতায় রানার-আপ হওয়ার পরে সবার নজরে আসেন তিনি। তারপর থেকেই তার সঙ্গীতজীবনের জয়যাত্রা শুরু।

ইভেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইভেন্ট পেইজটি ভিজিট করুন https://fb.me/e/2BOdcKcYq
এই আয়োজনে যোগদান করতে নিবন্ধন করুন- https://mongoldeep.org/WOW-registration/

CCD Bangladesh © 2024 All Rights Reserved.