সভ্যতার উন্নতির সাথে সাথেই দুর্ভাগ্যজনকভাবে বেড়েছে বৈষম্য, বেড়েছে অন্যায়। তবু নারীরা থেমে যাননি, তারা প্রত্যেকেই নিজেদের জায়গা থেকে লড়াই করছেন প্রতিদিন, প্রতিক্ষণ। ওয়াও বাংলাদেশ সেই অকুতোভয় নারীদের প্রতি সম্মান রেখে এবছর উদযাপন করতে যাচ্ছে “দুর্জয় প্রাণের আনন্দে”।
২০১০ সালে জুড কেলি, সি বি ই, প্রথমবারের মত চালু করেছিলেন WOW Festival, পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশে এবারেও আয়োজিত হতে যাচ্ছে WOW Festival.
এবারের WOW উৎসবে আমরা আয়োজন করছি শেক্সপিয়ার এর ‘ম্যাকবেথ’ এর উপর চিত্রিত নাটিকা “ধলেশ্বরী অপেরা”-র একটি অংশবিশেষ, যেখানে আমরা নারীর দৃষ্টিকোণ থেকে নয়নতারার (লেডি ম্যাকবেথের) সংগ্রাম এবং তার যাত্রার পরিণতি দেখব। পরিবেশনায় থাকবেন আগন্তুক রেপোর্টারি থেকে দুজন অতি প্রিয় মুখ, ত্রপা মজুমদার এবং পান্থ শাহরিয়ার।
ত্রপা মজুমদার একজন জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব। মঞ্চ নাটকে অভিনয় ও নাট্যনির্দেশক হিসেবে কাজ করার পাশাপাশি বিজ্ঞাপন নির্মাতা হিসেবেও কাজ করছেন।
নাট্যকার, অভিনেতা এবং নাট্যনির্দেশক পান্থ শাহরিয়ার ১৯৯৮ সাল থেকে নিয়মিত ভাবে টেলিভিশনের জন্য নাটক রচনা করছেন। এবং “ধলেশ্বরী অপেরা” নাটকটি রচনা ও নির্দেশনাও দিয়েছেন তিনি।
প্রোগ্রামটি উপভোগ করতে চোখ রাখুন ২৬ থেকে ২৮ মে রাত ৮টায় ব্রিটিশ কাউন্সিল, সিসিডি বাংলাদেশ এবং মঙ্গলদীপ ফাউন্ডেশনের অফিসিয়াল পেজে।
ভিজিট করুন –
https://www.facebook.com/BritishCouncilBangladesh