Thursday, 3 October 2024

রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “Active Citizens Regional Achievers’ Summit”

ব্রিটিশ কাউন্সিল ও সিসিডি বাংলাদেশ এর যৌথ আয়োজনে ৫ম বারের মত রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “Active Citizens Regional Achievers’ Summit”। এবারের সামিটে অংশ নিবে সিসিডি ও দ্যা হাঙ্গার প্রোজেক্ট এর ১৫টি SAP।

তারিখঃ ২৮ মার্চ ২০১৮, সকাল ৯.০০ মিঃ হতে সন্ধ্যা ৭.০০ মিঃ পর্যন্ত।

ভেন্যুঃ রাজশাহী শিল্পকলা একাডেমী, রাজশাহী।

বন্ধুরা, আশা করছি, এবারের সামিট হবে গতবার গুলোর চেয়ে আরও উৎসবমুখোর। দিন ব্যাপী প্রাণবন্ত সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান আর সারপ্রাইজিং সব আয়োজনে মেলায় আপনিও অংশ নিন।

রেজিস্ট্রেশন পদ্ধতিঃ

১৮ মার্চ থেকে ২৫ মার্চ এর মধ্যে রেজিট্রেশন ফর্ম পূরণ করে টোকেন সংগ্রহ করতে হবে। ২৬ ও ২৭ তারিখ টোকেন দেখিয়ে নিজ নিজ উপহার সংগ্রহ করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় ১ কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে আনতে হবে। রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা মাত্র । (রেজিস্ট্রেশন শুধু মাত্র এ্যাক্টিভ সিটিজেনস সদস্যদের জন্য )

রেজিস্ট্রেশন ও উপহার সংগ্রহ করতে যোগাযোগ করুনঃ

সিসিডি বাংলাদেশ/ রেডিও পদ্মা ৯৯.২ এফ এম অফিস, তাসিব প্যালেস, মোন্নাফের মোড়, রাণীনগর, রাজশাহী। সময়ঃ প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বিস্তারিত জানতেঃ ০৭২১৭৫১০০১( রেডিও অফিস )

এই আয়োজনে আপনিও অংশ নিন আর মেতে উঠুন তারুন্যের উচ্ছাসে…

CCD Bangladesh © 2024 All Rights Reserved.