এখনই রেজিস্ট্রেশন করুন।।।
রাজশাহীতে শুরু হচ্ছে “লিড বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ ট্রেনিং ২০২১ “
প্রোগ্রামে ভলেন্টিয়ার হিসেবে অংশগ্রহণের সুবর্ণ সুযোগ !
সিসিডি বাংলাদেশ এবং ব্রিটিশ কাউন্সিল রাজশাহী অঞ্চলের তরুণ-যুবাদের দক্ষতা, সক্ষমতা ও নেতৃত্বের বিকাশ সাধন এবং বৈশ্বিক পর্যায়ে তাদের মধ্যে আন্তঃসম্পর্ক তৈরীর মাধ্যমে সামাজিক পরিবর্তনে অংশ নেয়ার জন্য বাস্তবায়ন করছে “লিড বাংলাদেশ প্রকল্প”। এই প্রকল্পের আওতায় সিসিডি বাংলাদেশ ও ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে ৫ দিন ব্যাপী ইয়ুথ লিডারশিপ ট্রেনিং আয়োজন করতে যাচ্ছে। যার শেষ ২ দিন ট্রেনিং হবে এসডিজি-১৬ এর উপর।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা কমিউনিটির উন্নয়নে এসডিজি-১৬ সংশ্লিষ্ট সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সুযোগ পাবে। আর প্রশিক্ষণ শেষে ব্রিটিশ কাউন্সিলের সার্টিফিকেট তো থাকছেই।
আপনি যদি এর আগে এ্যাকটিভ সিটিজেনস ট্রেনিং করে থাকেন তাহলে আপনার আর নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।
-আপনার বয়স যদি ১৮ থেকে ২৫ বছর হয়ে থাকে
-আপনি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ অথবা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকে
-সামাজিক কাজের মানসিকতা থাকে তবে আমরা আপনাকেই খুঁজছি।
ব্রিটিশ কাউন্সিলের “লিড বাংলাদেশ” প্রকল্পে ভলেন্টিয়ার হিসেবে অংশগ্রহণ করতে চাইলে অনলাইনে রেজিস্ট্রেশন করুন এই লিংকে –
https://forms.gle/uStXTB9rQ62zvcUS9
বিস্তারিত জানতে অথবা যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৭০৫১৭১৬৫
এছাড়াও আমাদের ই-মেইল করতে পারেন- project.ccdbd@gmail.com বা po.ccdbd@gmail.com