করোনায় জীবনযাপন- পর্ব ০১

শুরু হচ্ছে রাজশাহী অঞ্চলে করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারন এবং তা প্রতিরোধের উপায় নিয়ে বিশেষ ফোনোলাইভ অনুষ্ঠান ‘করোনায় জীবন যাপন’-১ম পর্ব।

আলোচক হিসেবে থাকছেনঃ

১. ডঃ প্রদীপ কুমার পান্ডে, গবেষক ও অধ্যাপক, গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী।

২. ডাঃ ফজলুল কবির ভুঁইয়া পাভেল, রেজিস্টার, রামেক।

৩. জনাব শিবলী নোমান, ব্যুরো প্রধান, যমুনা টেলিভিশন, রাজশাহী।

৪. জনাব দেবাশীষ প্রামাণিক, প্রধান সমন্বয়ক, শহীদ জামিল ব্রিগেড।

অনুষ্ঠানটি প্রচারে সহযোগিতা করছেঃ জেলা তথ্য অফিস, রাজশাহী এবং ইউনিসেফ।

CCD Bangladesh © 2024 All Rights Reserved.